About Forum
“বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম” লাইফ ইনস্যুরেন্স ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানীসমুহের মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্ময় গঠিত একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। ফোরামটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের টিও -০১ অধি শাখা কর্তৃক লাইসেন্স নং ০১/২০১৬ ও রেজিস্ট্রার, জয়েন্ট ষ্টক কোম্পানীজ এন্ড ফার্মাস কর্তৃক সার্টিফিকেট অব ইনকর্পোরেশন নং- TO- 912/2016 প্রাপ্ত হয়।
বীমা শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্পখাত। মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে বীমার গুরুত্ব ব্যাপক ও অপরিসীম। কৃষি ভিত্তিক অর্তনীতি, দারিদ্রতা, শিক্ষায় পাশ্চাদপদতা এবং সচেতনতার অভাব এই শিল্পখাত বিকাশে প্রধান অন্তরায় হিসেবে বিবেচিত। আশার কথা ২০০৯ সালে বর্তমন সরকার ক্ষমতাশীন হবার পর এই শিল্প খাতটির প্রতি তাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং…